ভারতীয় মহিলা ফুটবল দলের এক কোচিং স্টাফের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতীয় ফুটবল ফেডারেশনে যেন একের পর এক কেচ্ছা লেগেই রয়েছে। ইতিমধ্যেই উঠেছে দুর্নীতির অভিযোগ, অনিয়মিত প্রশাসন চালানোর অভিযোগের পাশাপাশি ফিফার তরফে ভারতীয় দলের নির্বাসিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। এছাড়াও ১৬ লক্ষ টাকা দিয়ে জ্যোতিষী রাখা। এরই মধ্যে বৃহস্পতিবার (৩০ জুন) সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন কুশল দাস। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন দীর্ঘ সময় ধরে সর্ব ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (এআইএফএফ)-এর দায়িত্ব সামলানো কুশল দাস। এই পদত্যাগের ফলে এআইএফএফ-এর সঙ্গে কুশল দাসের দীর্ঘ ১২ বছরের সম্পর্কের সমাপ্তি ঘটল। কুশলের আমলের শেষের দিকে তাঁর একাধিক কাজ এবং এআইএফএফ-এর ক্রিয়াকলাপ নিয়ে বিভিন্ন প্রকার বিতর্ক তৈরি হয়েছে।

এবার ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের এক কোচিং স্টাফের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ উঠল। ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, ওই কোচিং স্টাফকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ফেডারেশন। ভারতের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আশ্বাস, অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই মুহূর্তে ইউরোপ সফরে রয়েছে ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা দল। তারই মধ্যে বৃহস্পতিবার সকালে ঘটে গিয়েছে এই লজ্জাজনক ঘটনা। তদন্তের ফলাফল সামনে না আসা পর্যন্ত তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ফেডারেশনের দাবি, “নিয়ম-শৃঙ্খলার অভাব একেবারেই বরদাস্ত করা হবে না। দেশে ফিরেই তাঁকে তদন্তের সম্মুখীন হতে হবে।”খবরে প্রকাশ্য, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি হলেন ভারতীয় অনূর্ধ্ব-১৭ দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোজ। তাঁর বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। মৌখিকভাবে অভিযোগ জমাও পড়েছিল।

জানা গিয়েছে, যে নাবালিকার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে, তাঁর রুমমেট এক সাপোর্ট স্টাফকে জানান যে ওই খেলোয়াড়কে দেখতে পাচ্ছেন না। বিষয়টি কোচ থমাস ডেনেরবির নজরে আনা হয়। সেই পরিস্থিতিতে অ্যামব্রোজের কাছে খোঁজ নেওয়া হয়। প্রাথমিকভাবে বিষয়টি এড়িয়ে যান ভারতীয় দলের সহকারী কোচ। তবে নাবালিকার ফোন থেকে বেশ কিছু তথ্য পাওয়া যায়। এরপরই অ্যামব্রোজকে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়। দলের মনোবিদকে ওই নাবালিকার সঙ্গে বিশেষভাবে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাঁকে পুরো ঘটনা রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।
অপরদিকে, অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল প্রতিযোগীতাতে থেকে হরিয়ানার বিরুদ্ধে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিল বাংলা।