এনএফবি,দার্জিলিংঃ
বৃহস্পতিবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, “আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার উপর বাংলার মানুষের আস্থা দিনের পর দিন বাড়ছে। সেই কারণেই প্রথমবার শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং পাহাড়ে আমাদের নিজেদের দল একটা ছাপ রেখেছে। আমদের মেয়েরা অনেক ভাল কাজ করেছে আমি তাদের শ্রদ্ধা নিবেদন করি। মেয়েদের কাজের জন্য আমাদের দল শক্তিশালি হয়েছে।” আজকে তিনি কোচবিহার যাচ্ছেন বলে জানান। কোচবিহারে এমজেএন হাসপাতালে আইসিইউ বেড সংখ্যা বেড়েছে, তা পর্যবেক্ষণের জন্যই তিনি যাচ্ছেন। এর পাশাপাশি ওখানে ২১সে জুলাই নিয়ে একটি সভাও রয়েছে বলে জানান। আগামীকাল তিনি শিলিগুড়িতে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক কর্মসূচি রেখেছেন বলে জানান।