এনএফবি,ওয়েব ডেস্কঃ
১ লা জুলাই ‘ওনলি প্ল্যাটিনাম সেন্টার- দ্যা বেস্ট সেন্টার অ্যাক্রস দ্যা গ্লোব’ এর খেতাব অর্জন করল আইএনআইএফডি(INIFD) সল্টলেক ক্যাম্পাস ৷ আর এই খ্যাতি অর্জনের পিছনে রয়েছে এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো গত উন্নয়নের মাধ্যমে যোগ্য শিক্ষার্থী তৈরীর পাশাপাশি শিক্ষান্তে ১০০% প্লেসমেন্টের নিশ্চয়তা ৷
সল্টলেক ক্যাম্পাসের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনআইএফডি গ্লোবালের সিইও(CEO) অনিল খোসলা ৷ সল্টলেক ক্যাম্পাসের এই নব সংযোজিত পালক দীর্ঘ ২৫ বছর ধরে চলা এই প্রতিষ্ঠানের গৌরব আরও বৃদ্ধি করল একথা বলাই যেতে পারে ৷ এই খ্যাতি অর্জন করে একটু বেশি মাত্রায় উচ্ছ্বসিত সল্টলেক আইএনআইএফডি টিম ৷ দীর্ঘদিন ধরেই এই শিক্ষা প্রতিষ্ঠানের সফল শিক্ষার্থীরা লন্ডন ফ্যাশন উইক, নিউইয়র্ক ফ্যাশন উইকে দক্ষতার সঙ্গে অংশগ্রহণ করেছে ৷
আইএনআইএফডি সল্টলেকের সেন্টার ম্যানেজার অর্ণব রায় জানান, “আমরা ভীষণ ভাবে গর্বিত এবং সম্মানিত ভারতবর্ষে প্ল্যাটিনাম সেন্টারের এ্যাওয়ার্ড অর্জন করে ৷ এই সম্মান আমরা অর্জন করতে পেরেছি শুধুমাত্র আইএনআইএফডি টিমের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য ৷ আমরা আশা করবো সৃজনশীল শিক্ষা নীতির মাধ্যমে ভবিষ্যতে আর ও ফ্যাশন ডিজাইনার এবং ইন্টিরিয়র ডিজাইনারদের নতুন ভাবে কর্মজগতে প্রতিষ্ঠিত করতে “৷ অভিনেতা বিক্রম চ্যাটার্জী এবং মধুমিতা সরকার ও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷
আরও পড়ুনঃ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি – NF Bangla Private Limited (newsfrontbangla.com)