প্রোটিয়াদের বিরুদ্ধে নেই হিটম্যান

rohit

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। তার জায়গায় প্রিয়াঙ্ক পঞ্চালকে দলে নিলেন নির্বাচকরা। এদিন অনুশীলনে থ্রো ডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্রর বাউন্সার ডেলিভারি মারতে গিয়ে মিস করেন রোহিত। বল এসে লাগে হাতে। সঙ্গে সঙ্গে গ্লাভস খুলে ফেলেন। ব্যথা অনুভব করেন রোহিত শর্মা। কিছুক্ষণের জন্য সবাই চিন্তিত হয়ে পড়েন। পরে দেখা যায় চোট গুরুতর। পাঁচ বছর আগে রোহিতের মত রাঘবেন্দ্রর বলেই চোট পেয়ে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যান আজিঙ্ক রাহানেও। এবার সেই তালিকায় এলেন রোহিত।