বিরাটের পাশেই অধিনায়ক রোহিত

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

প্রথম ম্যাচে চোটের জন্য নামতে পারেননি। দ্বিতীয় ম্যাচে নেমে ফের একই ছবি। ব্যর্থ হলেন বিরাট কোহলি (Virat Kohli)। ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পর যেখানে বিরাটকে ম্যাচ ধরার দরকার ছিল সেখানে তিনি বাইরের বল খেলতে গিয়ে উইকেট দিয়ে বসলেন। দিনের পর দিন একই ছবি, আউট হওয়ার একই ধরন। তবে বিরাট একা নন, ভারতীয় ব্যাটিংয়ে দলগত ব্যর্থতা দেখা গেছে এদিন। যার জেরে দ্বিতীয় ম্যাচটা জিতে সিরিজ ১-১ এ ড্র করেছে ইংল্যান্ড। এই ম্যাচে বিরাটের ব্যর্থতার পর ফের আলোচনায় তাঁর ফর্ম। কোনও সুযোগই তিনি কাজে লাগাতে পারছেন না। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মাকে (Rohit Sharma) বিরাটের ফর্মের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের উপর ফুঁসে ওঠেন। বলেন, “কেন বারবার এই আলোচনাটা হচ্ছে বুঝতে পারছি না। মানে, ও এত রান করেছে, ওর গড় দেখো, কতগুলো শতরান মেরেছে, ও এসবের জন্য অভিজ্ঞ। প্রতিটা প্লেয়ারের জীবনে খারাপ সময় থাকে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও তা আসে।” এর আগে টি-২০ সিরিজেও কোহলির ব্যর্থতা নিয়ে রোহিত তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। দ্বিতীয় ওডিআইতে কোহলি মাত্র ১৬ রানে আউট হন। বাইরের বল খেলতে গিয়ে উইকেট দিয়ে বসেন। রোহিতকে প্রশ্ন করা হয় কোহলির সাহায্য লাগবে কি না। জবাবে রোহিত বলেন, “ও অনেক ম্যাচ খেলেছে। ও অনেক বছর ধরে খেলছে। ও দারুণ ব্যাটার তাই ওর কারও পরামর্শ লাগবে না। আমি আমার শেষ সাংবাদিক বৈঠকেও বলেছিলাম এটা। ফর্ম আসবে যাবে, এটা ক্রিকেটারের কেরিয়ারের অংশ। ওর মত একজন প্লেয়ার, যে এতবছর ধরে খেলেছে, যে এতরান করেছে, যে এত ম্যাচ জিতেছে, ওকে ফর্মে ফিরতে একটা বা দুটো ইনিংস লাগবে। এটা আমি মনে করি এবং পুরো ক্রিকেট বিশ্বও এটাই মনে করে।”