এনএফবি,মুর্শিদাবাদঃ
মাতৃগর্ভে শিশু মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল লালবাগ মহকুমা হাসপাতালে। মুর্শিদাবাদ থানার অন্তর্গত কুড়োলপাড়া বেলুল, খোসবাগের এক প্রসূতি গত ২০ জুলাই লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি হয়। পরিবারের অভিযোগ, সেদিন চিকিৎসার গাফিলতিতে মাতৃগর্ভেই ওই শিশু মারা যায়। দুদিন হয়ে গেলেও প্রসূতির অবস্থাও অত্যন্ত সংকটজনক এবং হাসপাতাল কর্তৃপক্ষ তার সঠিক চিকিৎসা করছে না বলেও অভিযোগ পরিবারের ।
এই অভিযোগ মুর্শিদাবাদ থানায় জানাতে গেলে থানার পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় হাসপাতালে অভিযোগ জানাতে। পরবর্তীতে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ করতে আসলে তিনিও ফিরিয়ে দেন বলে জানা যায়।