এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
একাধিক দাবি-দাওয়া নিয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির চকতারনির চৌমাথা মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। মূলত চকতারনি থেকে ঢেঙ্গাশোল যাবার রাস্তার উপরে কালভার্ট মেরামত করা ,শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক নির্মাণ,সিটি স্ক্যান ও এক্স রে চালু করার এবং চিকিৎসকদের বদলি বন্ধ করা সহ শালবনি রানাপাড়া থেকে চকতারিণী রাস্তার উপরে স্ট্রিট লাইট মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এই দিন দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ, বিক্ষোভ। পরে শালবনী থানার পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ।