অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বহু বছর পরে ফের প্রিমিয়ার ডিভিশনে শতাব্দী প্রাচীন উয়াড়ী ক্লাব। ভষ্মীভূত ক্লাব তাঁবু ঠিক করে এবছর ঘুরে দাঁড়িয়েছে উয়াড়ী। এবার তাঁরা মাঠের লড়াইয়ে সাফল্য পেতে মরিয়া।
প্রিমিয়ার ‘বি’ গ্রুপে খেলবে উয়াড়ী। মাঠে নামার আগে দু-দুটি স্পনসরও পেয়ে গেলেন উয়াড়ী কর্তারা। নতুন স্পনসরের নাম ঘোষণা ও জার্সি উন্মোচন করতেই বৃহস্পতিবার নিজেদের ক্লাব তাঁবুতে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করলেন উয়াড়ী কর্তারা। চলতি মরশুমে প্রিমিয়র ডিভিশন বিতে খেলবে ১২৫ বছরের প্রাচীন উয়াড়ী ক্লাব। তারই জার্সি উন্মোচন হয়ে গেল উয়াড়ীর নতুন তাঁবুতে। উপস্থিত ছিলেন এই ক্লাবে ফুটবল কেরিয়ার শুরু করা প্রীতম কোটাল, কিংশুক দেবনাথ, আই এফ এ সচিব অনির্বাণ দত্ত, চেয়ারম্যান সুব্রত দত্ত আর তাঁদের অন্যতম স্পনসর অলোক মুখোপাধ্যায়।