এনএফবি,আলিপুরদুয়ারঃ
জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ ফরওয়ার্ড নগর সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, এদিন সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে একটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ে। এরপর স্থানীয়রা ওই হরিণটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জ ও হ্যামিলটনগঞ্জ রেঞ্জের বন কর্মীরা পৌঁছায়। এরপর জাল দিয়ে হরিণটিকে ধরা হয়।
বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ওই হরিণটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।