অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
অবসর গ্রহণ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ইতিমধ্যেই তিনি ২৩টি গ্র্যান্ড স্লাম খেতাব জয় করেছেন। প্রায় এক বছর তিনি ফের জয়ের সরণীতে ফিরেছিলেন। ২০২১ সালের ফরাসি ওপেনে তিনি শেষবার কোনও ম্যাচে জয়লাভ করেছিলেন। তারপর সোমবার মহিলাদের ন্যাশনাল ব্যাঙ্ক ওপেনে তিনি নুরিয়া পারিজাস-ডিয়াজকে পরাস্ত করেছেন।
চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয় কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করলেন ৪০ বছর বয়সি সেরেনা। মাসখানেক আগেই তিনি উইম্বলডনে প্রত্যাবর্তন করেছিলেন। এই ম্যাচে জয়ের পর কথা বলতে গিয়ে সেরেনা ইঙ্গিত দেন যে এই সফরটা তাঁর জন্য ছোটো হতে চলেছে।
ভোগ আর্টিকেলে একটি প্রতিবেদনে উইলিয়ামস লিখেছেন, “আমি অবসর শব্দটা কখনই পছন্দ করি না। এটা আমার কাছে আর নতুন কোনও শব্দ নয়। আমি এটাকে একটা টানজিশন বলেই মনে করি। তবে আমি কোন শব্দ চয়ন করছি, সেটা নিয়ে সবসময় যথেষ্ট সতর্ক থাকি। বিশেষ করে সেটা যখন একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।”
A must read. https://t.co/NSWDGHzsXK
— Serena Williams (@serenawilliams) August 9, 2022