এনএফবি,কলকাতাঃ
“কালকে জমায়েতের চেহারাটা খুব হালকা দেখে মুখ্যমন্ত্রী প্রচুর আবোল তাবোল কথা বলেছেন, সিপিএমের আমলে প্রচুর চাকরি, স্কুলের চাকরি হয়েছে সবই নাকি টাকার বিনিময়ে ! ” মুখ্যমন্ত্রী কে এই নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন সুজন চক্রবর্তী ৷ মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রীই, বেশি না দুদিন সময় লাগবে মাত্র, প্রত্যেক স্কুলে স্কুলে তদন্ত করুন না। চিরকুট গুলো বার করুন না। রিপোর্ট পেশ করুন না।অনেক তো কমিশন হলো।
স্কুলগুলোতে তদন্ত করুন,দেখবেন সেখানে হয়তো অনেক তৃণমূলের সমর্থকরাও আছেন। এবং হয়তো তারা বলবেন যে আমরা কেউ সাদা খাতায় চাকরি পাইনি, কেউ ফেল করে চাকরি পায়নি। এবং এও বলবে আমরা কেউ টাকার বিনিময়ে নিয়োগ হইনি। এগুলো হয়তো ওনার শুনতে পছন্দ হবে না তাই তিনি এই তর্ক বাজারে করেন। তদন্ত করতে রাজি হন না চ্যালেঞ্জ থাকলো তদন্ত করে দেখান। ২০১১ এর আগে কিভাবে নিয়োগ হয়েছে।
মুখ্যমন্ত্রী পরিবার থেকে নিজেকে আলাদা করে দেখাতে চাইছেন। প্রশ্ন তো একটাই উনি এখন বোঝানোর চেষ্টা করছেন উনি এবং উনার পরিবার আলাদা। বেশ আলাদা, আপনি সাধু পুরুষ কেউ মানে না আপনি সাধু পুরুষ, তাহলে বলুন আপনি এবং আপনার পরিবার যদি আলাদা হয় তাহলে আপনার পরিবারের সম্পত্তি বাড়লো কি করে! কার হিম্মতে,কার অনুপ্রেরণায় বাড়লো! আপনার হাত মাথায় রেখে পার্থ এবং অনুব্রতের যেরকম সম্পত্তি বেড়েছে, আপনার পরিবারের টা তো একই নাকি অন্য কিছু! সম্পত্তির পর সম্পত্তি আসছে কোথা থেকে? আপনারা কোথায়? আপনার পরিবারে একদিন নাকি ভাত জুটতোনা, তাহলে এসব হলো কোথা থেকে! বলবেন না!উত্তর দিন। বললেন সুজন চক্রবর্তী।
প্রসন্ন রায় সম্পর্কে বললেন-মুখ্যমন্ত্রীর টালির চালা যেরকম প্লটের পর প্লট পেয়েছে সম্পত্তি বাড়িয়েছে তেমনি পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় ছোটখাটো কি একটা করতো, তার বিশাল সম্পত্তি এখন। তারও বেড়েছে। মুখ্যমন্ত্রীর উচিত যুবকদের উদ্দেশ্যে বলা যে প্রসন্ন কে দেখে শেখো কিভাবে তৃণমূলের জমানায় বড় হওয়া যায়।
খুন হওয়া তৃণমূল কাউন্সিলরের স্ত্রী সুইসাইড এটেন্ড করায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রী কে বলেন সংবেদনশীল হোন এবং পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই।
অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ইডির তলব নিয়ে বললেন – অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এটা জানতেন।আর জানতেন বলেইতো তিনি উষ্মা প্রকাশ করেছেন। অভিষেক এটা জানতেন কি ম্যানেজমেন্ট হতে পারে তাই তিনি স্বাধীনতা দিবসের দিন দুবাইতে ছিলেন। মুখ্যমন্ত্রী ও এটা জানতেন এবং জানতেন বলেই তিনি ঘোষণা করেছিলেন এবং এটার পরামর্শ তিনি দিয়েছেন। ঘোষণা করার সাথে সাথে তিনি অভিষেক তার স্ত্রী ইত্যাদি ইত্যাদি বলেছেন।একে মমতা ব্যানার্জির খোঁজ খবর রাখা মুশকিল তার আবার ভাইপো কে এত খোঁজ খবর রাখে বলুন তো।