অবসর নিলেন মুশফিকুর

এনএফবি,স্পোর্টস ডেস্কঃ

এশিয়াকাপ থেকে বিদায়ের ৭২ ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন মুশফিকুর রহিম। রবিবার টুইটারেই নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশের এই তারকা উইকেটকিপার ব্যাটার। বেশ কয়েকদিন ধরেই তাঁর পারফরম্যান্স নিয়ে নানান সমালোচনা চলছিল। এবার সিদ্ধাান্তটা নিয়েই ফেললেন তিনি।

সোশ্যাল সাইটে এদিন মুশফিকুর রহিম জানিয়েছেন, “আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে আজ আমি আমার অবসর নেওয়ার কথা ঘোষণা করছি। বাংলাদেশের হয়ে গর্বের সঙ্গে টেস্ট এবং একদিনের ফর্ম্যাটে প্রতিনিধিত্ব করতে চাই আমি। সেই দুই ফর্ম্যাটে দেশকে যথেষ্ট সাফল্য এনে দেওয়ার ব্যপারেও আমি আশাবাদী। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের খেলা চালিয়ে যাব”।
প্রায় তিন বছর ধরে টি টোয়েন্টি ক্রিকেটে খারাপ পারফরম্যান্স চলছে মুশফিকুর রহিমের। ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে মাত্র দুটো অর্ধশতরান পেয়েছেন মুশফিকুর রহিম। এবারের এশিয়া কাপেও মুশফিকুর রহিমের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। দুই ম্যাচে তিনি রান পেয়েছেন মাত্র ৪ ও ১। এই বছর আফগানিস্তানের বিরুদ্ধে এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি খেলেছিলেন তিনি। এশিয়া কাপের দলে তাঁকে নেওয়া হলেও মুশফিকুরের উইকেট কিপিং পারফরম্যান্স নিয়ে কিন্তু সমালোচনা চলছিল।