মোহনবাগানের টাকা মেটাচ্ছে আইএফএ, কলকাতা লিগে হতে পারে ডার্বি

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

মিটতে চলেছে ঠোঁট আর কাপের ব্যবধান। সম্ভবত কলকাতা লিগে সুপার সিক্সে খেলতে দেখা যাবে মোহনবাগানকে। সোমবার আইএফএ-র সঙ্গে মোহনবাগান কর্তাদের বৈঠকের কথা থাকলেও সেটা হয়নি। বরং মোহনবাগান ক্লাবকে চিঠি পাঠান সচিব অনির্বাণ দত্ত। বকেয়া ৬০ লাখ টাকা ৩ টে কিস্তিতে মোহনবাগানকে মেটাবে আইএফএ। প্রথম কিস্তিতে দু’ভাগে বকেয়া দেবে বাংলার আইএফএ । কলকাতা লিগ চলাকালীন অর্থাৎ ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির বাকি টাকা গঙ্গাপাড়ের ক্লাবকে দেবে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। আর ২০২৩-র জানুয়ারি আর মে মাসে দুটো কিস্তিতে মোহনবাগানের বকেয়া মেটাবে আইএফএ ।

প্রথম কিস্তির প্রথম ভাগে ১২ লাখ আর দ্বিতীয় ভাগে ৩ লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছে আইএফএ। চিঠি হাতে পাওয়ার পরই আইএফএকে পাল্টা চিঠি দেয় মোহনবাগান। অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে মঙ্গলবারের মধ্যে ১২ লাখ টাকা দেওয়ার কথা জানায় মোহনবাগান। তাহলেই তারা কলকাতা লিগে খেলবে৷ যদিও আইএফএ কর্তারা বলেছেন যে তারা আর্থিক সমস্যায় আছেন স্পনসর নেই কোন টাকাই আটকে রাখা হবে না ৷ যেন মোহনবাগান ক্লাব কলকাতা লিগে খেলে কারণ ইমামি ইস্টবেঙ্গল লিগে খেলার সবুজ সংকেত দিয়ে দিয়েছে। আর সেপ্টেম্বর মাসে লিগের ডার্বি করতে চায় আইএফএ। আর মোহনবাগান সম্মতি দিলেই কলকাতা লিগে আইএসএলের আগে ডার্বি দেখতে পাওয়া যাবে। যদিও ডুরান্ড থেকে বিদায় নিলেও এএফসি কাপ ইন্টার জোনাল সেমিফাইনাল আছে। সেই ফলাফলের ওপর অনেক কিছুই নির্ভর করছে। যদি এটিকে মোহনবাগান হেরে যায় তাহলে প্রথম সারির দলই নামবে লিগে আর যদি সেটা না হয় তাহলে কলকাতা লিগে খেললে দ্বিতীয় সারির দল ৷ এদিকে আগামী ৭ সেপ্টেম্বর কুয়ালালামপুর সিটির বিরুদ্ধে খেলবে তারা। কলকাতায় ইতিমধ্যেই এসে গিয়েছেন বাগানের নতুন অস্ট্রেলীয় ফুটবলার দিমিত্রিস পেত্রাতোস। ফিট হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলও। বুধবার তার যুবভারতীতে নামার সম্ভবনা প্রবল। গতবার এএফসি সেমিফাইনালে এটিকে মোহনবাগান বিশ্রীভাবে হারে এবার সেই ব্যর্থতা দল মুছে ফেলতে মরিয়া।