এনএফবি, মুর্শিদাবাদঃ
নাকা তল্লাশি চালিয়ে একটি টোটো সহ প্রচুর পরিমাণ ফেনসিডিল উদ্ধার করল রানীনগর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।
রবিবার গভীররাতে মুর্শিদবাদের রানীনগরের নবিপুর মোড় এলাকায় নাকা তল্লাশি চালায় রানীনগর থানার পুলিশ। তল্লাশি চালানোর সময় এক সন্দেহভাজন টোটো চালককে আটকায়। ঐ টোটো থেকে উদ্ধার হয় ৪৫০ বোতল ফেনসিডিল। ঘটনায় বাজেয়াপ্ত করা হয় টোটো গাড়িটি কে। গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানাগেছে ধৃতের নাম তোফাজুল সেখ (৪০)। তার বাড়ি বামনাবাদ বিচপাড়া এলাকায়। ধৃতকে সোমবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়। এতো পরিমাণ ফেনসিডিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তদন্ত শুরু করেছে পুলিশ।