অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
করোনার নতুন প্রজাতি ওমিক্রন বেড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকাতে। সেই কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার ২৬শে ডিসেম্বর সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্ট হবে দর্শক শুন্য মাঠে।
প্রোটিয়াদের অফিসিয়াল টুইটারেও সেই কথাই উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, “মনে রাখবেন, ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্স টেস্ট দেখার জন্য কোনও টিকিট বিক্রির সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। দর্শকরা মাঠে ঢোকার অনুমতি পাবেন না। কারণ, মানুষের প্রাণের চেয়ে বড় কিছু না।” প্রোটিয়াদের দেশে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট বাহিনী।