প্রথাগত ঐতিহ্য মেনে আজ ও চলছে সিংহ- ঘোষ পরিবারের কাটাচালি দুর্গা পুজো

এনএফবি,মুর্শিদাবাদঃ

দীর্ঘদিন ধরে ঐতিহ্য মেনে দুর্গা পুজোর আয়োজন করে আসছে বালিয়া গ্রামের ঘোষ ও সিংহ পরিবারের সদস্যরা।

জানা গেছে, প্রায় ৭৮৫ বছর আগে জমিদার রঘুরাজ সিংহ তার জমিদারি প্রথা চালু রাখার জন্য এই দুর্গাপুজো আরম্ভ করেন । সেই সময় থেকে চিরাচরিত প্রথা মেনে বুড়িমার পুজো হয়ে আসছে বালিয়া গ্রামে। কথিত আছে বর্গী আমলে দুর্গা ঠাকুরের চালি কেটে নিয়ে গিয়েছিল বর্গীরা , তখন থেকেই এই দুর্গার নাম হয় কাটাচালি দুর্গা ৷ পূর্বে মহিষবলীর প্রথা থাকলেও এখন তা আর নেই শুধু ছাগ বলির প্রথা রয়েছে। অন্যান্য পুজোতে যেমন দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের আগে মহিলারা দুর্গা প্রতিমাকে বরণ করেন এখানে ঠিক তার উল্টো ৷ এখানে পুরুষদের দ্বারা দেবী দুর্গাকে বরণের রীতি চলে আসছে যুগ যুগ ধরে।

আজও সিংহ ও ঘোষ পরিবারের ঐতিহ্য বহন করে চলেছে এই দুর্গা পুজো ।