অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এখনও শুধু দক্ষিণ আফ্রিকার মাটিতেই টেস্ট সিরিজ জেতা অধরা ভারতের। আর যদি সেটা টিম কোহলি করতে পারে, তাহলে আকাশ ছুঁতে সক্ষম হবে, বলছেন সুনীল গাভাসকার। এক সাক্ষাৎকারে গাভাসকার বলেন, “যদি দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারে ভারত, বিরাট সাফল্য পাবে। বিদেশের মাটিতে সমস্ত বিদেশি টিমের বিরুদ্ধে টেস্ট জেতার বৃত্তটা সম্পূর্ণ হবে। সে দিক থেকে দেখলে,দক্ষিণ আফ্রিকা শেষ হার্ডল। সেটা পেরিয়ে যেতে পারলে কিন্তু ভারতীয় টিম আকাশ ছোঁবে। তাই ভারতের সব কিছু ভুলে সিরিজে মন দেওয়া উচিত।”