অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
অনেক খেলোয়াড়ই মাদকাশক্তিতে জড়িয়ে যান। অনেক বড় বড় নামও আছে সেই তালিকায়।বএবার যুক্ত হল পাকিস্তানের তারকা প্রাক্তন জোরে বোলার ওয়াসিম আক্রমের নাম। আক্রম তার আত্মজীবনীতে জানালেন, “ইংল্যান্ডের একটি পার্টিতে আমাকে মাদক সেবন করতে দেওয়া হয়েছিল। প্রথমে আমাকে সামান্য দেওয়া হয়েছিল। সেই পার্টির পর থেকে আমার মাদক সেবনের মাত্রা বাড়তেই থাকে।”
মাদক আসক্তি ক্রমশ তাঁর শরীর এবং ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে শুরু করে। আক্রম স্বীকার করেছেন, “আসক্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তাঁর কাজ করার জন্য মাদক সেবন করা দরকার। স্ত্রী হুমার মৃত্যুর পরেই মাদক সেবন করা বন্ধ করে দেন আক্রম। প্রয়াত স্ত্রী হুমার কথা উল্লেখ করে নিজের আত্মজীবনীতে আক্রম লিখেছেন, “এই মাদক সেবন আমাকে অস্থির করে তুলত। এটা আমাকে প্রতারক করে তুলেছিল। আমার প্রয়াত স্ত্রী হুমাই প্রথম আবিস্কার করেছিল যে আমি মাদকাসক্ত হয়ে পড়েছি। সেই সময় অধিকাংশ সময়ই আমি বিদেশে থাকতাম। হুমা সন্তানদের নিয়ে করাচিতে ওর বাবা-মা’র কাছে থাকত। আমাকে বার বার করাচিতে যাওয়ার কথা বলত। কিন্তু মাদকাসক্ত হওয়ার কারণে করাচিতে যেতে চাইতাম না। নানা রকম অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতাম।”