এনএফবি, কোচবিহারঃ
গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে গ্রামে গ্রাম পথযাত্রা শুরু করলো সিপিআইএম। এদিন কোচবিহার ১ নং ব্লকের পানিশাল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে ওই পথ যাত্রা শুরু হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সিপিআইএমের সম্পাদক মন্ডলীর সদস্য মহানন্দ সাহা, শিবেন দেব সহ আরো অনেকে।
জানা গেছে, সারা বাংলা জুড়ে ১ নভেম্বর থেকে গোটা মাস জুড়ে এই পথযাত্রা বা জ্যাঠা চলবে। তারা মূলত গ্রাম বাংলায় যেভাবে ব্যভিচার, লুট, দুর্নীতি, অন্যায় অবিচারের চলছে তাদের বিরুদ্ধে বাংলার গ্রামের মানুষদের একত্রিত করে জাগিয়ে তুলে গ্রাম থেকে চোর দের তাড়িয়ে দিয়ে বাংলা বাঁচানোর আর্জি জানান তারা।