এনএফবি, শিলিগুড়িঃ
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে দু’জনকে আটক করে পুলিশ। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার ব্রাউন সুগার। এরপর দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সবীর আলম (৩১) ও নিতাই বিশ্বাস(২৯)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ২০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে নকশালবাড়ি থানার পুলিশ।