রিটার্ন গিফট গাছের চারা

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

সম্প্রতি ঘটে গেল এক অন্যতম বধূবরণ অনুষ্ঠান। বধূবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিরা কিছু না কিছু উপহার নিয়ে এসে নব দম্পতিকে আশীর্বাদ করেন। কিন্তু বধূবরনের বৌভাত অনুষ্ঠানে রিটার্ন গিফট পেলে কেমন হয়। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে তমলুকে। বধূবরনের বৌভাত অনুষ্ঠানে এসে আমন্ত্রিত ব্যক্তিরা বিভিন্ন ধরনের চারাগাছ উপহার নিয়ে গেলেন নব দম্পতির হাত থেকে। তাঁদের শুভ ভাবনায় পরিবেশ বাঁচানোর লক্ষ্যে বাড়িতে নিমন্ত্রিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ফল ও ফুলের চারা। বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় গাছপালা কেটে নেওয়া হচ্ছে, যার ফলে পরিবেশে এক প্রকার অক্সিজেন কমছে। তাই গাছ লাগিয়ে অক্সিজেন বৃদ্ধির জন্য একটা বড় মনের পরিচয় দেয় নব দম্পতি। তাঁদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

তমলুকের খটিয়ালের বাসিন্দা বুদ্ধদেব বক্সির সঙ্গে তমলুকের শিল্পা কোটালের শুভ পরিণয় সম্পন্ন হয় গত কাল। পাত্র বুদ্ধদেব বক্সি ময়না আইটিআই কলেজের অধ্যক্ষ। এমন মহৎ উদ্যোগ নিয়েছেন দম্পতির পরিচিত বন্ধু ডঃ মেঘনাথ সাহা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ইন্স্ট্রাক্টর অচিন্ত্য মন্ডল।