অঞ্জন চ্যাটার্জি, এনএফবিঃ
আজ অর্থাৎ বছরের শেষদিনে দুপুর ২ টা নাগাদ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন তিনি অনেকটাই সুস্থ ৷ জিনোম সিকোয়েন্সিং-র চূড়ান্ত রিপোর্ট না আসলেও চিকিৎসকরা প্রাথমিক রিপোর্টে ওমিক্রন নেগেটিভ থাকারই ইঙ্গিত পেয়েছেন ৷ আর তাই আজই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বাড়িতে ফিরে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয় তাকে ৷ হাসপাতালে থাকাকালীন তাঁর শরীরে মনোক্লোনাল অ্যান্টিবডি প্রয়োগ করা হয় ৷ এবং সর্দি থাকায় স্টিম থেরাপিও করা হয় ৷ এখন তিনি অনেকটাই সুস্থ ৷ খাওয়া দাওয়াও ঠিকঠাক করছেন । একইসঙ্গে প্রেসার, পালস রেট সব স্বাভাবিক আছে তার। তাই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। নিজের গাড়িতেই হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান তিনি।
বৃহস্পতিবার হাসপাতাল থেকেই সেঞ্চুরিয়ানে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট নজর রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । কোহলিদের জয়ের পর টুইটও করেন তিনি। টুইটে দাদা লিখেছেন, ‘দারুণ জয় টিম ইন্ডিয়ার। এই ফলাফলে আমি একেবারেই অবাক হইনি। ভারতকে এই সিরিজে হারানো কঠিন হতে চলেছে। দক্ষিণ আফ্রিকাকে নিজের ক্ষমতা বাইরে গিয়ে খেলতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা’।