এনএফবি, মুর্শিদাবাদঃ
স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার দাবিতে বহরমপুরে জেলা প্রশাসনিক দফতরের সামনে বিক্ষোভ দেখাল ছাত্র সংগঠন এসএফআই।
বৃহস্পতিবার বহরমপুর প্রশাসনিক ভবনের সামনে এসএফআই- র তরফ থেকে স্কুল খোলা, পড়ুয়াদের বিনামূল্যে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা এবং বিভিন্ন ব্লকে কলেজ খোলার দাবিতে অবস্থান বিক্ষোভ করা হয়। এদিন এসএফআই -র তরফ থেকে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করলে পুলিশ প্রশাসনের বাধার মুখে পড়তে হয় তাদের ৷ ফলে তারা অফিসের সামনের রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়।