অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নোভাক জকোভিচকে ঢুকতে না দিয়ে ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। কারণ জোকারের দুটো ভ্যাকসিন নেই এই বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কোর্টেও গেছেন জোকার, ডাক্তারদের দুটো মেডিক্যাল বোর্ডের অনুমোদন নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার। কিন্তু ভ্যাকসিন সংক্রান্ত সঠিক তথ্য দিতে না পারায় অস্ট্রেলিয়া সীমান্ত রক্ষী ভিসা বাতিল করে দিয়েছে তাঁর। যা নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। সর্জন জকোভিচ দাবি করেছেন তাঁর ছেলে রাজনীতির স্বীকার হয়েছে। পাশাপাশি তাঁর আরও দাবি, করোনা ভাইরাসের নামে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। অবিলম্বে মুক্ত করা হোক জকোভিচ’কে। ‘ওরা কার্যত বন্দি করে রেখেছে নোভাককে। ওকে অবরুদ্ধ রাখার পাশাপাশি পুরো সার্বিয়া এবং সার্বিয়ানদেরও আটক করেছে।’ বলছেন তার বাবা।
নোভাকের মাও তীব্র প্রতিবাদ করেছেন পুরো ঘটনার। ডায়ানা বলেছেন, ‘ওরা নোভাকের ডানা ছাঁটতে চাইছে। কিন্তু আমরা জানি, এই সব সময় ও মানসিক ভাবে কতটা কঠিন থাকে। আমরা খুব ভালো করে জানি, ও ফিরে আসবেই। প্রবল ভাবে।’