এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
গত শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার টোল প্লাজা সংলগ্ন এলাকায় ১৬ নং জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলাকালীন অবৈধ ভাবে পাচার হওয়া মহিষ সহ দুটি গাড়ী আটক করেছে ডেবরা থানার পুলিশ। কিন্তু গাড়ী আটকানোর পরেই মহিষ গুলোর দেখাশোনা করতে খুবই সমস্যার সৃষ্টি হয় পুলিশ কর্মীদের ৷
তবে অবশেষে মহিষ গুলিকে ডেবরার আলিশাহাগড় এলাকার বাসিন্দা শঙ্কর তেলির বাড়ীতে পাঠানো হয় । গতকাল ৯ টি বড় মহিষ ও তাদের বাচ্চার এখন স্থান হয়েছে শঙ্কর তেলির বাড়ীতে । সপরিবারে তাদের দেখভাল করছে ঐ ব্যক্তি। মহিষ গুলি প্রতিদিন ১০ লিটার করে দুধ দেয়। মোট ৯০ লিটার। আর সেই টাকাতেই তাদের খাওয়ার জোগাড় করছে ওই ব্যক্তি। এখন সব কাজ ছেড়ে মহিষগুলির পেছনের সময় কাটছে শঙ্কর তেলির পরিবারের। এর ফলে স্বস্তি পায় ডেবরা থানার পুলিশ কর্মীরা।
শঙ্কর তেলি ৷ নিজস্ব চিত্র