স্বমহিমায় ফিরছে অস্কার

এনএফবি, নিউজ ডেস্কঃ

সিনেমাপ্রেমীদের কাছে সুখবর। স্বমহিমায় অনুষ্ঠিত হতে চলছে ‘ দ্য অ্যাকাডেমি অব অ্যাওয়ার্ড’ বা অস্কার (Oscars)। আয়োজক সংস্থা ওয়াল্ট ডিজনির পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ২০১৮ সালের পর অনুষ্ঠান মঞ্চে ফিরছে সঞ্চালক। চলতি বছরের ২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসে হলিউডের সেই বিখ্যাত ডলবি থিয়েটারে বিশ্ব সিনেমার বিখ্যাত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হতে চলছে। অস্কার সব সময় তারকা উপস্থাপকদের দ্বারা পরিবেশন করা হয়ে থাকে কিন্তু কোভিড পরিস্থিতির কারণে ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে কোন সঞ্চালক ছিল না। অন্যান্য অ্যাওয়ার্ড শো-গুলির সাথে সাথে অস্কারের দর্শক সংখ্যা হ্রাস পেলেও। অস্কারের রেটিং বেশ কম।

তবে এবারে উপস্থাপক হিসাবে কাকে দেখা যাবে তা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে। উঠে আসছে টম হল্যান্ডে(Tom Holland)-র নাম। কারণ অবশ্যই ‘স্পাইডার-ম্যানঃ নো ওয়ে হোম’( Spider-Man: No Way Home)। টম নিজেও এক অনুষ্ঠানে সঞ্চালনা করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

গত বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্বল্প সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠান হয়। এবছর অস্কারের মনোনয়ন জানানো হবে ৮ ফেব্রুয়ারি।