এনএফবি, জলপাইগুড়িঃ
দোমোহনীতে ট্রেন দুর্ঘটনার পরেরদিন থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে লাইন মেরামতের কাজ শুরু হয়। ভয়াবহ দুর্ঘটনার পরে সারাদেশের নজর পড়ে জলপাইগুড়ির দোমোহনীতে। দুর্ঘটনা পরদিনই রেলমন্ত্রী ঘটনাস্থলে আসেন। সেই সঙ্গে আসেন রেল বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে দেশের রেল বিভাগের বড় কর্তারাও। আটচল্লিশ ঘন্টা অতিক্রমের মধ্যেই দোমোহনীতে ক্ষতিগ্রস্ত কামরা সারিয়ে, লাইন মেরামত করে ট্রেন চালিয়ে নিজেদের ‘করিৎকর্মা’ প্রমাণে তৎপর রেল দফতর।
২৫০ মিটার লাইন নষ্ট হয়েছে এই দুর্ঘটনায়। সেই লাইন মেরামতের কাজ আজ শেষ পর্যায়। সেই লাইন দিয়ে ১০ কিলোমিটার গতিবেগে চলছে ট্রেন। আগামীকাল সমস্ত ঠিক হয়ে যাবে বলে মনে করছে রেল দফতর। আবার আগের মতই চলবে গাড়ি, জানালেন এক রেলের ঠিকাদার। যদিও, আজও সেই দূর্ঘটনাস্থল দেখতে ভিড় জমাচ্ছে আমজনতা।