এনএফবি, কলকাতাঃ
শহরে সক্রিয় মাদক পাচার চক্র। মঙ্গলবার নিউটাউন থেকে পাচার করার আগেই এক ছাত্রী-সহ চার জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ এবং ইকোপার্ক থানার পুলিশ। ধৃতরা হল শান্তুনু(সামসের জোহা) ফারহান শেখ, মহম্মদ নঈম এবং মৌসুমী খাতুন। গ্রেফতার হওয়া তিন যুবকের মধ্যে দু’জন বি-টেক পড়ুয়া। আটক তিন যুবক বীরভূম এবং মুর্শিদাবাদের বাসিন্দা। ধৃত তরুণী মালদহের বাসিন্দা।
জানা গেছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল মাদক পাচারের। সেই খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের এসটিএফ এবং ইকোপার্ক থানার পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল আকাঙ্খা মোড়ে। সন্দেহভাজনরা আসতেই তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩০০ গ্রাম হেরোইন।
গ্রেফতার করে তাদের নিয়ে আসা ইকো পার্ক থানায়। তরুণী নিউটাউনের শাপুরজিতে ভাড়া থাকে। ধৃত যুবকের মধ্যে দু’জন বেঙ্গালুরুতে বি-টেক পাঠরত। গ্রেফতার হওয়া এঈ চার পাচারকারী কোথা থেকে মাদক নিয়ে কোথায় পাচার করছিল, তা জানতে দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশের অনুমান এই ঘটনার পিছনে বড় কোনও চক্র কাজ করছে।