এনএফবি, মুর্শিদাবাদঃ
বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরের একটি সভা শেষে অধীর চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে সাংবাদিকদের বলেন,”গাঁয়ে মানে না আপনি মোড়ল সেজে কতগুলি হাস্যকর কথা বলছেন। কারণ গোয়ায় যা কিছু হচ্ছে মোদির নির্দেশে হচ্ছে। মোদি বলেছেন আমার নির্দেশ মত যদি কাজ না হয় তাহলে ভাইপোকে ডাকব, প্রয়োজন হলে জেলে পুরবো। তার পরে থেকে দিদি ও ভাইপো মোদির দালালির জন্য বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াচ্ছে। ত্রিপুরায় গিয়ে এই কাজ করেছে। গোয়ায় গিয়ে করছে।”
তিনি প্রশ্ন তোলেন, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ প্রভৃতি বিজেপি শাসিত রাজ্যে তৃণমূল যাচ্ছে না কেন বলে। মহারাষ্ট্র প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মহারাষ্ট্রে নির্বাচনে কংগ্রেস, শিবসেনা ও এনসিপি মিলে বিজেপিকে ধরাশায়ী করেছে। সেখানে তৃণমূল নেই। এতে প্রমাণিত হয় তৃণমূল ছাড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই করা যায়। আর এটা বুঝেই নিজেদের পিঠ বাঁচাতে এখন সন্ধির প্রস্তাব দিচ্ছে।”
আরও পড়ুনঃ আইন সংশোধনের বিরোধিতা, রাজ্যে আমলাদের সম্মান নিয়েও প্রশ্ন অধীরের