সম্বর হরিণের শিং উদ্ধার ধৃত ১

এনএফবি, শিলিগুড়িঃ

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের সিঙ্গিয়া জোত থেকে সম্বর হরিণের শিং সহ গ্রেফতার করা হল এক পাচারকারীকে । ধৃতের নাম রুবিন টুডু(২১)। সে অসমের কোকরাঝাড়ের ভরতনগরের বাসিন্দা।

জানা গিয়েছে যে শনিবার খড়িবাড়ির সিঙ্গিয়া জোত থেকে এক যুবককে আটক করে এস‌এসবি ভাতগাঁও জ‌ওয়ানরা। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হরিণের শিং। এরপর ওই যুবককে নকশালবাড়ি টুকরিয়াঝাড় বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়। ধৃত যুবকের কাছে থেকে ৫টি সম্বর হরিণের শিং উদ্ধার করা হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে উদ্ধারকৃত হরিণের শিং এর বাজারমূল্য লক্ষাধিক টাকা। ধৃতকে রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বনদপ্তর।