এনএফবি, মুর্শিদাবাদঃ
বহরমপুর শহরের সেলুন পার্লার কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করলেন পুরসভার মুখ্য উপদেষ্টা ও বহরমপুর পুর প্রশাসক। বৃহস্পতিবার বহরমপুর শহরের প্রায় শতাধিক সেলুন, বিউটি পার্লার মালিক ও কর্মচারীদের নিয়ে পুরসভার ছাদে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে সেলুন মালিক ও কর্মচারীদের একটি সংগঠন তৈরী করার কথা বলেন নাড়ু গোপাল মুখার্জী। তিনি বলেন, লকডাউনে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছে সেলুন মালিকরা। তাদের কথা ভেবে, সেলুন মালিক ও কর্মচারীদের একটি সংগঠন তৈরী করা হবে। পাশাপাশি তাদের রাজ্য সরকারের সঙ্গে যৌথ ভাবে উন্নয়নে শামিল হওয়ার জন্য অনুরোধ করা হবে। এছাড়াও তাদের সুবিধা অসুবিধা গুরুত্ব দিয়ে দেখে সুব্যবস্থা নেওয়া হবে।