এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
অতিমারি পরিস্থিতিতে স্কুল খোলার বিষয়ে সাবধানে পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ক্লাসে পঠনপাঠন বন্ধ থাকায় ক্রমশ মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ছে অনেক পড়ুয়ার। ইন্টারনেটের পাঠ যে কখনই ক্লাসের পঠনপাঠনের বিকল্প হতে পাড়েনা এ বিষয়ে বহুবার বহুজন বলেছে। গ্রামাঞ্চলে স্কুল ছুটের সংখ্যা যে বেড়েছে সে তথ্যও উঠে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের রিপোর্টে। ৭ ফেব্রুয়ারি থেকে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচি চালু হবে জানিয়েছে শিক্ষা দফতর।
অতি সম্প্রতি পাড়ায় শিক্ষালয় কর্মসূচির সূচনাও করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, পাড়ায় শিক্ষালয় নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই চালু হচ্ছে এই কর্মসূচি। উন্মুক্ত পরিবেশে পড়াশুনো করবে পড়ুয়ারা।
তার আগে শনিবার এই বিষয়ে সার্ভে করতে উদ্যোগী হল বালুরঘাট শহরের শতাব্দী প্রাচীন বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকরা। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ডাক বাংলো পাড়া সহ বেশ কিছু এলাকায় গিয়ে শিক্ষকেরা বাড়ি বাড়ি ছাত্র-ছাত্রীদের সম্পর্কের খোঁজখবর নেন এবং এই কর্মসূচি সম্পর্কে অভিভাবকদের বিষয়ে জানান। দীর্ঘদিন পরে মহামারীর সংকট কাটিয়ে ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবক থেকে শিক্ষক মহল প্রত্যেকেই। তবে তা কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে।