সর্বদলীয় বৈঠক মাথাভাঙ্গায়

এনএফবি, কোচবিহারঃ

রাজ্যে ১০৮ টি পুর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গেই মাথাভাঙ্গার মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি ও সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেন আজ দুপুরে।

আজকের এই সর্বদলীয় বৈঠকে মহকুমা শাসকের দপ্তরে মিটিং হলে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার মহাকুমার শাসক অচিন্ত্য কুমার হাজরা, মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, ডেপুটি ম্যাজিস্ট্রেট কেসাং ভুটিয়া, ফিনযো শেরপা, মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান, তৃণমূল কংগ্রেসের পক্ষে লক্ষপতি প্রামানিক, জগদিশ দফাদার, প্রবীর সরকার, শংকর রায়। বিজেপির পক্ষ থেকে ছিলেন, শহর মন্ডল সভাপতি দিলীপ কুমার মন্ডল, বিজেপির লিগাল সেলের নেতা কৌশিক ভদ্র। সিপিআইএম এর তরফে উপস্থিত ছিলেন অরুণ চৌধুরী, দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক মকসেদুল ইসলাম। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিপিআইএম এর পক্ষে মকসেদুল ইসলাম বলেন, “আসন্ন পুরসভা নির্বাচনে সমস্ত রকম নিয়ম-নীতি রাজনৈতিক দলগুলো যাতে মানে সে বিষয় সহ অন্যান্য আলোচনা হয়েছে আমরা কথা দিয়েছি সমস্ত আইন কানুন আমরা মেনে চলবো।”

বিজেপির নেতা দিলীপ মন্ডল জানিয়েছেন, “পুরসভা নির্বাচনকে সামনে রেখে আজ সর্বদলীয় সভা হয়েছে। সভায় যে সমস্ত আলোচনা হয়েছে আমরা তা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করব।”

তৃণমূল কংগ্রেসের পক্ষে শিক্ষক জগদীশ দফাদার বলেন, “মহকুমা শাসক আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের যে সমস্ত নিয়মকানুন রয়েছে তা বিস্তারিত আলোকপাত করেছেন। আমরা তা শুনেছি। যে আলোচনা হয়েছে তা আমরা নিশ্চয়ই পালন করব।”

মাথাভাঙ্গা মহাকুমার পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল বলেন, “আসন্ন পুরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সব রাজনৈতিক দলকে অনুরোধ করা হয়েছে সবাই যেন এ ব্যাপারে সহযোগিতা করে।”

আরও পড়ুনঃ কোচবিহারে ঘরবন্দি চিতা, চাঞ্চল্য

সভা শেষে মাথাভাঙ্গা মহকুমাশাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন, “যেহেতু নির্বাচন কমিশন পুরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে এবং নির্ঘণ্ট জারি করেছে তাই আমরা অতি দ্রুত সর্বদলীয় বৈঠক করলাম। বৈঠক ফলপ্রসূ হয়েছে। সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ রাখব, সবাই যেন নির্বাচন কমিশনের নিয়ম-নীতি মেনে এবং আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। এ ব্যাপারে সর্বদলীয় সভা খুব ভালোভাবেই হয়েছে। সকল রাজনৈতিক দলের নেতৃত্ব আমাদেরকে সাহায্য করবে এই বার্তা দিয়েছেন।”

ব্রাউন সুগার উদ্ধার, ধৃত ২