এনএফবি, আলিপুরদুয়ারঃ
শিলিগুড়ি পুরনিগমে হারের পরও, আলিপুরদুয়ারে অশোকের উপরই আস্তা রাখল দল। শনিবার আলিপুরদুয়ার ১৩ নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থীর প্রচারে এসে তিনি বলেন, “মানুষ আশা নিয়েই বেঁচে থাকে। তা ছাড়া আমরা তো বামপন্থী।” তিনি বলেন,”এখানে ছেলেদের উৎসাহ আছে। শিলিগুড়িতে ফল খারাপ হয়েছে। খুব খারাপ। এখানে ভালো ফল হবে আশা করি।” এদিন আলিপুরদুয়ারে তিনি বলেন, “টিএমসি ভোটে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। প্রলোভন দেখিয়েছে। সাম্প্রদায়িক শক্তির আশ্রয় নিয়েছে। সব জায়গায় এটা করছে। শিলিগুড়িতে করেছে। আমি এখানে বলছি কেউ টাকার কথা বললে পুলিশে কমপ্লেন করবে। বামেদের ভোট বেড়েছে।” তিনি আরও বলেন, “৫০০ টাকা দিয়ে ভোলানো যায়। এটা এই রাজ্যের লজ্জা। বিজেপি শেষ করছে কেন্দ্রে আর এই রাজ্য শেষ করছে তৃণমূল।”