জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

শান্ত দ্রাবিড় রেগে যান শোয়েবের উপর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

রাহুল দ্রাবিড় আর স্লেজিং যেন দেখা যায় না। শোনা যায় স্টিভ ওয়ার শেষ টেস্টে ২০০৪ সালে রাহুল দ্রাবিড়কে ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় স্লেজ করতে বললে তিনি করতে চাননি। সেই দ্রাবিড় রেগে যান পাকিস্তান পেসার শোয়েব আখতারের উপর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তান ম্যাচের স্মৃতিতে গিয়ে বলেন,”রাহুল দ্রাবিড়কে ক্রিকেটের জেন্টলম্যান বলে জানি। কিন্তু তাকে প্রথম বার আমি এমন আচরণ করতে দেখেছিলাম। ও সেই ম্যাচে আমার সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল। আমরা একে অপরের দিকে তেড়ে যাই। এবং সংঘর্ষে জড়িয়ে পড়ি। তার আগে যখন আমি বল করতে দৌড়ে যাই, ঠিক তার আগের মুহূর্তে মহম্মদ কাইফ সরে যান। আমি ওকে কিছু বলিনি। কিন্তু আমার খুব রাগ হয়েছিল। তাই আমি ওকে এবং যুবরাজকে আউট করেছি। আমরা সেই ম্যাচটা ভালো জায়গায় । তখন দ্রাবিড় হঠাৎই আমার দিকে তেড়ে আসে। প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছিল। আমি ওকে বলেছিলাম, কেন এত উত্তেজিত হয়ে পড়ছ রাহুল? জানি গোটা বিশ্বে আবহাওয়া বদলাচ্ছে। কিন্তু তুমিও লড়াই করতে পারো, এটা ভাবতেই পারছি না। সত্যিই অসাধারণ ঘটনা ছিল সেটা।’’

সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় দল ৪৯.৫ ওভারে ২০০ রান করার পরে অলআউট হয়ে গিয়েছিল। যেখানে দ্রাবিড় সর্বোচ্চ ৬৭ রান করেছিলেন। পাকিস্তানের হয়ে চার উইকেট নিয়েছিলেন শোয়েব আখতার। খুব বেশি রানের লক্ষ্য না থাকলেও, পাকিস্তানকে কিন্তু লড়াই করে ম্যাচ জিততে হয়েছিল। ৪ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচটি জিতেছিল পাকিস্তান। এখন ক্রিকেটপ্রেমীদের আলোচনার বর্তমান বিষয়বস্তু এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। টিকিটের চাহিদা নিয়ে হইচই, হাইভোল্টেজ ম্যাচের ফলাফল নিয়ে ছোটো, বড় ক্রিকেট বিশেষজ্ঞদের অহরহ ভবিষ্যদ্বাণী- সব মিলিয়ে ২৮ আগস্টের জন্য অধীর অগ্রহে অপেক্ষা। ভারত পাক আইসিসি টুর্নামেন্টে আর এশিয়া কাপ ছাড়া মুখোমুখি হয় না।