জুলাই 8, 2024
Latest:
জেলা

মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে গভীর নিম্নচাপ, দিঘা সমুদ্র উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ঘণীভূত হয়ে আরও গভীরে নিম্নচাপ ক্রমশই ঘনীভূত হচ্ছে। তারই প্রভাবে দক্ষিণবঙ্গে উপকূল এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সেই সঙ্গে উপকূল এলাকা জুড়ে দফায় দফায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমুদ্র উত্তাল, কার্যত ফুলে ফেঁপে উঠেছে সমুদ্র, পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। স্নানের ঘাট গুলিকে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। নুলিয়াদের তৎপরতা বাড়ানো হয়েছে হুইসেল বাজিয়ে পর্যটকদের সমুদ্রে ধারে যাতে না যান তার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

নিজস্ব চিত্র