এনএফবি, শিলিগুড়িঃ
শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির ছোটো মণিরাম জোতে চা বাগানে বৃহস্পতিবার আটকে পড়ল হাতির দল। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায়।
জানা যায়, যে এদিন ৪০টি হাতি মণিরামজোতের ক্ষুদ্র চা বাগানে ঢুকে পড়ে। সেখানেই আটকে যায় হাতির দল। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তারপর সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন বনদপ্তরকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কার্শিয়াং ডিভিশনের বনকর্মীরা। গোটা এলাকায় মোতায়েন রয়েছে কর্মীরা। এই বিষয়ে বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সমীরণ রাজ বলেন ,”সকালে খবর পাই ৩০ থেকে ৪০টি হাতি আসে এর পরেই আমরা ছুটে যাই। গরম এবং ছোট বাচ্চা থাকার কারণে হাতিগুলোকে সরানো যাচ্ছে না।
একটু বেলা বাড়লেই হাতিগুলোকে মুভ করানো হবে। যদিও স্থানীয়রা জানিয়েছেন যে বনদপ্তর হাতিগুলোকে সরিয়ে দিচ্ছে। অপরদিকে হাতি দেখতে ভীড় জমাতে শুরু করেছে সাধারণ মানুষ।