জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

ঝড়ে পড়ে যাওয়া বটগাছের ফের উঠে দাঁড়ানো নিয়ে অলৌকিক গল্প, চাঞ্চল্য

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

কথায় আছে শ্রাবণ মাস ভক্তির মাস। আর এই মাসে শিব ঠাকুরের অলৌকিক মহিমার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালুরঘাটে।

জানাগেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লালমাটি এলাকায় গত ছয় মাস আগে পুকুর পাড়ে একটি বটগাছ ঝড়ে পড়ে যায়। তবে এই বট গাছের গোড়ায় একটি শিবলিঙ্গ আছে যা প্রতিদিন ভক্তি সহকারে আরাধনা করে আসতো স্থানীয় এলাকাবাসীরা । কিন্তু এবার বটগাছটি পুকুরে পড়ে যাবার কারণে শিবলিঙ্গটি প্রায় পুকুরের মধ্যে চলে যায় আর এই কারণে শ্রাবণের সোমবারে শিবের মাথায় জল দেওয়া হয়ে ওঠে না। প্রায় ৬ মাস আগে পড়ে যাওয়া বট গাছটির ডাল পালা কেটে ফেলা হলেও গোড়া থেকে তোলা সম্ভব হয়নি।এর মধ্যে বেশ সময় কেটে গেলেও অলৌকিক ঘটনাটি ঘটে গেল গতকাল সন্ধ্যায় । স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল সোমবার বিকেল ছটা নাগাদ ঝড়ে পড়ে যাওয়া গাছটি হঠাৎ আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। আর সেই গাছকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাবাসীর দাবি বিগত বহু বছর ধরে ওই গাছের গোড়ায় থাকা শিবলিঙ্গে তারা প্রতি শ্রাবণ মাসে জল চড়াতেন এবছর শিবলিঙ্গ নাগালের বাইরে চলে যাওয়ায় জল চড়াতে পারেননি শিবের মাথায়। এটা স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস বট গাছের গোড়ায় থাকা শিব তাদের থেকে জল পাওয়ার জন্য গাছটিকে সোজা করে দিয়েছেন।

যদিও দক্ষিণ দিনাজপুর জেলা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই অলৌকিক ঘটনার পেছনে বৈজ্ঞানিক যুক্তি দেওয়া হয়েছে। তারা জানিয়েছে উপরে ডাল কেটে নেবার কারণে গাছ হালকা হয়েছে এবং গাছটি পুরোপুরি শিকড় উপড়ে পড়েনি তাই মাটিতে টান পড়বার কারণে এমন হতে পারে। তবু বাঙালির কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।