এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলেম আলি খানের বিরুদ্ধে মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠলো। কাঁথি পুরসভায় ডেপুটেশন দিতে গিয়ে শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন বলে ১১ নম্বর ওয়ার্ডের সেই মহিলার অভিযোগ। তিনি এবার কাউন্সিলর আলেমের বিরুদ্ধে ডাকযোগে অভিযোগ জানালেন, রাজ্য মহিলা কমিশন এবং জেলা পুলিশ সুপার ও কাঁথি মহিলা থানায়।
জানা গেছে, গত ২৯ জুন এই কাউন্সিলর কাঁথি পুরসভার মধ্যে কি ভাবে সেই মহিলাকে নিগ্রহ করেছেন ও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন, তা অভিযোগে বিস্তারিত জানিয়েছেন তিনি। এমনকি ঘটনার পর কয়েক দিন মানসিক ভাবে ভেঙে পড়ায় অভিযোগ জানাতে একটু দেরি হলো বলেও সেই অভিযোগ পত্রে উল্লেখ করেছেন সেই মহিলা। কাউন্সিলরের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করার পর তিনি জানান, “ মুঝে ইনসাফ চাহিয়ে। ঘটনার সব ভিডিও ফুটেজ আমি জোগাড় করেছি। কাঁথি পুরসভা কারোর ব্যাক্তিগত সম্পত্তি নয়। এটা পুরবাসীদের দফতর। এখানে কারও দাদাগিরি ও নোংরামি চলবে না। ” আবার এই মহিলা সুবিচার না পেলে আগামী দিনে তার হয়ে ময়দানে নামার হুঁশিয়ারি দিয়েছেন ১১ নম্বর ওয়ার্ডের মহিলাদের একাংশ।
শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে কাঁথি পুরসভার মধ্যেই এমন নক্কার জনক অভিযোগ ওঠায়, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। প্রশ্ন উঠেছে কাঁথি পুরসভার মধ্যেকার নিরাপত্তা নিয়ে সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগরে দেন সেই অভিযোগকারী মহিলা।
অবশ্য যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই কাউন্সিলার আলেম আলি খান তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন। সম্পূর্ণ মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানোর পাল্টা অভিযোগ তুলেছেন আলেম।
কাঁথি পুরসভায় তৃণমূল কাউন্সিলরের অভব্য আচরণ নিয়ে শহর জুড়ে তীব্র সমালোচনার মধ্যেই প্রশ্ন উঠেছে স্বয়ং পুরপ্রধানের নিরপেক্ষতা ও পুরভবনের মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে। অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুর প্রধান।
জুলাই মাসেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন। তার আগে দল নেত্রীর মা, মাটি, মানুষের স্লোগান কাঁথিতে এভাবে সমালোচিত হওয়ায় দলের একাংশের মধ্যেই সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বরাবর মহিলাদের হয়ে লড়াই করা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় কোন কড়া ব্যবস্থা নেন কিনা, সে দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সব মহল।