জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

মাছ ধরার জালে আস্ত একটি অজগর, চাঞ্চল্য

এনএফবি,জলপাইগুড়িঃ

জালে আটকে মাছ নয়, আস্ত একটি অজগর ৷ ভোরের আলো ফুটতেই তা দেখে গ্রামে হৈচৈ পড়ে যায়।

মঙ্গলবার সবে ভোরের আলো এসে পড়েছে জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে জহুরি তালমার কৃষকভিটা গ্রামে। বর্ষাকালে কৃষিজমির আশপাশে অনেকেই পেতে রাখেন মাছ ধরার জাল, সেই জালেই আটকে রয়েছে অজগর ৷ আর এই খবর গ্রামে চাউর হতেই গোটা কৃষকভিটা গ্রাম জুড়ে হৈচৈ পড়ে যায় ৷

স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়ে দ্রুত এলাকায় ছুটে যান গ্রীন জলপাইগুড়ি নামক স্বেচ্ছা সেবী সংগঠনের তিন সদস্যের একটি দল।
মাছ ধরার জালে আটকে থাকা প্রায় ছয় ফুট লম্বা অজগরটিকে উদ্ধার করেন তারা। ঘটনা প্রসঙ্গে স্বেচ্ছা সেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস জানান, জঙ্গলের বাস্তুতন্ত্র আজ অনেকটাই ক্ষতিগ্রস্ত, যার ফলে মাঝে মধ্যেই এমন দৃশ্য চোখে পড়ছে।