জুলাই 8, 2024
Latest:
জেলা

জেলা সভাপতি ছাড়াই অনুষ্ঠিত হল তৃণমূল কিষান খেতমজদুর সংগঠনের সমাবেশ

এনএফবি,কোচবিহারঃ

তৃণমূলের জেলা সভাপতিকে ছাড়াই অনুষ্ঠিত হল কোচবিহার জেলা কিষান খেতমজদুর সংগঠনের সমাবেশ। এদিন ওই সমাবেশ অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি উচ্চ বিদ্যালয়ের মাঠে। অভিযোগ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায়কে না জানিয়ে ওই সভা করা হয়। আগে থেকে তাকে না জানিয়ে গতকাল রাতে তাকে জানানো হয়। তাই তিনি ওই সমাবেশের আসেননি বলে জানা গিয়েছে।
এদিন জেলা সভাপতি সভায় না আসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গ কিষান খেতমজদুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি পূর্ণেন্দু বসু জানান, ‘ওটা তার বিবেচনা, এব্যাপারে আমার বিন্দু মাত্র কিছু বলার নেই। আমার কাছে বড় ব্যাপার সভায় সব চেয়ার ভরা ছিল। এত লোক এসেছিল, সেই লোকগুলোই আমার কাছে বড়। এই সভায় রবি না আসলেও আমি কিছু বলতাম না। দলাদলী করলে চলবে না, সবাইকে এক সাথে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘মেইনস্ট্রিম পলিটিক্সে এই সব চুলকানি অনেক থাকে। যারা নেতৃত্ব দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মত তারা এসব করে না বা ভাবে না।’
এদিনে প্রাক্তন মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ কিষান খেতমজদুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি পূর্ণেন্দু বসু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মন, কোচবিহার জেলা কিষান খেতমজদুর তৃণমূল কংগ্রেস কমিটির জেলা সভাপতি খোকন মিয়াঁ, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, অর্ঘ্য রায় প্রধান সহ অন্যান্য জেলা নেতৃত্ব।