পুরকর্মীকে গালিগালাজের অভিযোগে কর্মবিরতি দিনহাটা পুরসভায়

এনএফবি,কোচবিহারঃ

পুরসভার এক কর্মীকে নোংরা ভাষায় গালিগালাজের অভিযোগ উঠলো ঠিকাদারের বিরুদ্ধে। এরই প্রতিবাদে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামল দিনহাটা পুরসভার কর্মীরা। ঘটনটি ঘটেছে এদিন সকালে দিনহাটা পুরসভায়। ঘটনায় পুরসভা জুড়ে শোরগোল পরে গিয়েছে।
জানা গিয়েছে, পুরসভার এক কর্মীকে নোংরা ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে ঠিকাদারের বিরুদ্ধে। প্রতিবাদে পুর কর্মীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে তারা। ঘটনার অভিযোগ তুলে, মঙ্গলবার সকাল দশটা থেকে পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে কর্মীরা অবস্থান-বিক্ষোভে বসেন। পাশাপাশি এই কর্ম বিরতির ফলে অচলাবস্তার সৃষ্টি হয় পুরসভায়।
পুরসভার কর্মীরা অবস্থান বিক্ষোভ চলাকালীন স্লোগান দিতে থাকে, অবিলম্বে ওই ঠিকাদারকে কালো তালিকা ভুক্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত পুর কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী জানান, “বিষয়টি আলোচনার মধ্যে দিয়ে মিটিয়ে ফেলা হচ্ছে।”