জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

সেতু মেরামতের কাজে দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

সেতু মেরামতের কাজ করতে গিয়ে কংক্রিট কাটার করাতের চেইন পেটে ঢুকে মৃত্যু হল এক শ্রমিকের। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আত্রেয়ী নদীর সেতু মেরামতের সময় এই দুর্ঘটনা ঘটে ৷

জানা গেছে, ১৭ তারিখে দুর্ঘটনার পর গতকাল রাতে কলকাতার একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয় ঐ শ্রমিকের । মৃত যুবকের নাম তোজামুল শেখ (২৬) ৷ বাড়ি মালদা জেলার কালিয়াচকে।

আরও পড়ুনঃ শস্যবিমার নামে টাকা কাটার অভিযোগ, বিক্ষোভ দিনহাটায়

স্থানীয় বাসিন্দা নাট্যকার জিষ্ণু নিয়োগী জানিয়েছেন, বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলায় সেতুর রেলিং ভেঙে বাস দুর্ঘটনার পর রাজ্যের বিভিন্ন সেতুতে গার্ডওয়ালের ব্যবস্থা করা হয়। সেসময় বালুরঘাটের আত্রেয়ী নদীর সেতুতেও গার্ড ওয়াল দেওয়া হয়েছিল। কিন্তু কংক্রিটের গার্ড ওয়ালের কারণে, সেতুর ওজন বেড়ে যাওয়ায়, সেই গার্ড ওয়াল কাটার কাজ চলছে বালুরঘাট আত্রেয়ী নদীর সেতুতে। গত ১৭ তারিখে কংক্রিট কাটার সময় করাতের চেইন ছিঁড়ে কর্মরত শ্রমিক তেজামুলের শরীরে আঘাত লাগে। প্রথমে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়।

তবে দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

আরও পড়ুনঃ করোনা সংক্রমিত বিচারপতি, ব্যাহত পরিষেবা