এনএফবি, শিলিগুড়িঃ
মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের মদনজোত এলাকায় হাতির হামলায় আহত এক যুবক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। আহত যুবকের নাম চুমানুস ওঁরাও (২৮)।
জানা গিয়েছে যে এদিন যখন হাতি ওই এলাকা ঢুকে ঘর ভাঙছিল। সেই শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসতেই হাতির আক্রমণে আহত হয় যুবক। এরপর তড়িঘড়ি স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অপরদিকে এই খবর পেয়ে আহত যুবকের বাড়ি ও নকশালবাড়ি হাসপাতালে দেখতে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন এলাকাটি হাতির আনাগোনা রয়েছে। বর্তমানে ওই যুবক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। আমরা ও বনদপ্তর সবরকম চিকিৎসার ব্যাপার দেখছি।