জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

বিশ্বকাপের বিমান ধরলেন অভিষেক

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সোমবার যুব বিশ্বকাপ খেলতে বিমান ধরলেন অভিষেক পোড়েল। কলকাতা হয়ে মুম্বই থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উড়ান ধরবেন তিনি। নিজের বাবা-মা ও কোচ বিভাস দাসের সঙ্গে ছিলেন অভিষেক। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় ম্যাচে নামার আগেই বিরাট ধাক্কা লাগে ভারতীয় শিবিরে। করোনায় আক্রান্ত হয় ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলের ছয় ক্রিকেটার। ম্যাচ শুরুর আগে অধিনায়ক ইয়াশ ধুল সহ আরও পাঁচজন ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে। আর তাতেই চিন্তায় পড়ে যায় ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচে নামার আগে তো প্রথম একাদশ গড়া নিয়েই চিন্তায় পড়ে গিয়েছিলেন ভারতীয় দলের কোচ সহ অন্যান্য সাপোর্ট স্টাফরা। কোচবিহার ট্রফিতে তিনটি শতরান ও তিনটি অর্ধশতরানের ইনিংস রয়েছে অভিষেকের। চন্দননগরের ন্যাশনাল স্পোর্টিং ক্লাব থেকে উঠে আসা অভিষেক রঞ্জি দলের শিবিরেই পেলেন এই সুখবর। ছোটবেলার কোচ বিভাস দাসের প্রশিক্ষণে নিজেকে ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে সে। তার ছোটোবেলার কোচ বিভাস দাস জানান, “ভারতীয় দলে সুযোগ পেয়েছে বড় ব্যাপার। বিরাট কোহলিদের মত ক্রিকেটার যুব বিশ্বকাপ থেকে উঠেছে, এটা মাথায় রাখতেই হবে। এই বয়সে এমন সুযোগ হটাৎ করে সবাই পায় না। টেম্পারমেন্ট ঠিক রেখে খেলতে বলেছি। আর সুযোগ পেলে বড় রান করতেই হবে।”