জুলাই 5, 2024
Latest:
ফিচাররাজ্য

ইডি-র দফতরে হাজিরায় যাচ্ছেন না অভিষেক

এনএফবি ডেস্ক, নয়াদিল্লিঃ

মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আজ দিল্লিতে ইডির সদর দফতর যাচ্ছেন না। ইতিমধ্যেই তাঁর অনুপস্থিতির কথা ইমেল মারফৎ আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আজ সন্ধে ৬টা পর্যন্ত অপেক্ষা করবেন ইডি’র অফিসাররা। তারপর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয়বার সমন জারি করা হতে পারে।

উল্লেখ্য, কয়লা পাচার মামলায় গত সপ্তাহেই ইডি সদরদফতরে তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁরা স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার আইনজীবী মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বল প্রধান বিচারপতির সামনে ওই মামলার দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু প্রধান বিচারপতি এনভি রমণা সোমবার শুনানিতে রাজি হননি। তিনি জানান, দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করবেন। তবে কবে শুনানি হবে, তা নির্দিষ্ট করে কিছু বলেন নি।