জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

অভিষেকের ক্লাব এবার কলকাতা লিগে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সব কিছু ঠিক থাকলে এবছরই কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে অংশ নিচ্ছে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের ক্লাব। গতকাল (মঙ্গলবার) বিকেলে আইএফএ দফতরে গিয়ে কলকাতা লিগ খেলতে চেয়ে আবেদন পত্র জমা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, ‘ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব’ নামেই হয়তো লিগে খেলতে দেখা যাবে এই দলকে। এই ক্লাবের পুরো দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যর হাতে। তাঁকেই সচিব করা হয়েছে। সভাপতি করা হয়েছে গৌরাঙ্গ ব‍্যানার্জিকে। আর কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে আর এক প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়কে।

আইএফএ সূত্রের খবর, রাজ‍্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের সঙ্গে অভিষেক ব‍্যানার্জির নতুন ক্লাব কর্তাদের কথা হয়ে গিয়েছে। নিয়ম মেনেই লিগ খেলতে চেয়ে আবেদন পত্র জমা পড়েছে। আইইএফএ-এর অনুমতি পাওয়াটা এখন সময়ের অপেক্ষা।

অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের এই নতুন ক্লাবের সচিব ও প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য এই বিষয়ে বলেন,”মাননীয় সাংসদ (অভিষেক ব‍্যানার্জি) বহুদিন আগেই বলেছিলেন,তাঁর ফুটবল ক্লাব কলকাতা ফুটবল লিগে খেলানোর চেষ্টা করছেন। তিনি কথা দিয়েছিলেন। কথাও রাখলেন। আমাকে সচিব করা হয়েছে। কোচ করা হয়েছে কৃষ্ণেন্দু রায়কে। এবছর সময় কম। তবু ভাল করে দল গড়ার চেষ্টা করব। তবে পরের বছর আরও ভাল করে দল গড়ব। মাননীয় সাংসদ ডায়মন্ডহারবারে সাফল‍্যের সঙ্গে এমপি কাপ করে আসছেন। পরের বার আমরা এমপি কাপ থেকেই লিগের ফুটবলার বেছে নেব।” পরবর্তীকালে তৃতীয় ডিভিশনে সরাসরি লিগে খেলার ছাড়পত্র পায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের “সুরুচি সংঘ” ও বিওএ-এর ত‍ৎকালীন সচিব ও মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ছোট ভাই স্বপন (বাবুন) বন্দ‍্যোপাধ‍্যায় নিজের “কালীঘাট স্পোর্টস লাভার্স ক্লাব। নিয়ম মেনেই কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনে খেলা শুরু করেছিল তারা।

একই সঙ্গে ইস্টবেঙ্গল ও সিএবির প্রাক্তন কর্তা সুবীর (বাবলু) গাঙ্গুলির উদ‍্যোগে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব আইএফএ-এর নিয়ম মেনেই চতুর্থ ডিভিশনে খেলার ছাড়পত্র পায়। এছাড়া ক্রীড়া মন্ত্রীর ক্লাব সুরুচি সংঘ ও দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রী ভূমি স্পোর্টিংও আইএফএ-র টুর্নামেন্টে খেলে।