জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

আগামী লিগে অভিষেকের ক্লাব থাকলেও নেই মদন মিত্র সহ বাকি তিন ক্লাব

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবারের কলকাতা লিগে খেলার অনুমোদন পেয়েও বাদ পড়তে চলেছে নতুন ৩ টি দল! সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব থাকলেও তৃণমূল বিধায়ক মদন মিত্রর বেলঘরিয়া অ‍্যাথলেটিক্স ক্লাব, মন্ত্রী সুজিত বসু সমর্থিত অল এয়ারলাইনস রিক্রিয়েশন ক্লাব এবং রাজ‍্য সরকারের বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি। এই তিনটি দলকে এই বছর কলকাতা লিগে খেলতে দেখা যাবে না।

এই বছর কলকাতা লিগ খেলতে চেয়ে ৩৪ টি ক্লাব আইএফএ-এর কাছে আবেদন করেছিল। তার মধ‍্যে পঞ্চম থেকে প্রথম ডিভিশন মিলিয়ে ৮ টি নতুন ক্লাবকে অনুমোদন দেয় আইএফএ। গত ২৬ এপ্রিল আইএফএ-এর গভর্নিং বডির সভায় সরকারি ভাবে এই নতুন ক্লাবদের আবেদন মঞ্জুরও করে।

গভর্নিং বডির সভায় পাস হওয়ার পরও কেন বাদ পড়তে চলেছে এই তিনটি ক্লাব? সূত্রের খবর, এই তিনটি ক্লাবকে নাকি সামনের বছর অর্থাৎ ২০২৩-২৪ মরশুমে কলকাতা ফুটবল লিগে খেলার সুযোগ দেওয়া হবে।

এই বিষয়ে কেরালা থেকে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় ফোনে জানালেন ”প্রথম ডিভিশনে যারা অনুমোদন পেয়েছে তাদের মধ‍্যে আমরা তিনটি ক্লাবে পরিকাঠামো দেখতে গিয়েছিলাম। সল্টলেকের অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব ও বেলঘরিয়া অ‍্যাথলেটিক্স ক্লাবের পরিকাঠামোয় সামান্য ঘাটতি আছে। সেটা বড় ব‍্যাপার নয় । সেটা ঠিক করলেই খেলবে। গভর্নিং বডি যখন অনুমতি দিয়েছে তখন তো খেলবেই। যদি পরিকাঠামোর সামান‍্য ঘাটতি মিটিয়ে নিতে পারে তাহলে এই বছরেই খেলবে। না হলে সামনের বছর খেলবে। আমি ওদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। গভর্নিং বডির অনুমতি তো পেয়েই গিয়েছে। সমস‍্যা নেই। তবে এই বছর এই তিনটি ক্লাব খেলবে না বলে যে প্রশ্ন করছো সেই ব‍্যাপারে আমি কিছুই জানি না। বলতেও পারব না।”রাজ‍্য সরকারের বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমির চিফ কোচ অনন্ত ঘোষ জানালেন,”লিগে আমরা খেলব,নাকি খেলব না এটা ঠিক করবে ক্রীড়া দফতর। আমাদের কাছে কোনও নির্দেশ আসেনি। ক্রীড়া দফতর যা নির্দেশ দেবে সেটাই করব।”

সূত্রের খবর হল, বড় ধরনের অঘটন না ঘটলে এই বছর এয়ারলায়েন্স, বেলঘরিয়া এবং রাজ‍‍্য সরকারের বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি লিগে অংশ নিচ্ছে না।আইএফএ-ঠিক করেছে “নতুন ক্লাবকে পরের বছর কলকাতা লিগে খেলতে গেলে এক কোটি টাকা দিতে হবে, তবে মদন দের ক্লাবের ক্ষেত্রে সেটা হবে না। এই বছর লিগের প্রথম ডিভিশনে খেলতে গেলে নতুন ক্লাবকে দিতে হবে ১৫ লক্ষ টাকা। আগামী বছর এই টাকাটাই বেড়ে গিয়ে হয়েছে এক কোটি টাকা। সূত্রের যা খবর,এখন সংশ্লিষ্ট ক্লাবের পরিকাঠামো দেখে সামান‍্য খামতির কথা বলেছে আইএফএ। এটা লিগ থেকে সরে দাঁড়ানোর জন‍্য মস্ত বড় অজুহাত। অভিযোগ, সেই অজুহাত দেখিয়ে “বিশেষ কারণে” এবার লিগ থেকে সরেও দাঁড়ানো হল আবার অনুমোদন পাওয়ায় সামনের বছর এক কোটি টাকাও দিতে হবে না। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব ময়দানে প্রচারে নেমে পড়েছে। শহরের বিভিন্ন জায়গায় ক্লাবের হোর্ডিং দেওয়া হয়েছে। আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনাকেও কোচ করতে পারে অভিষেকের দল।