জুলাই 8, 2024
Latest:
রাজ্য

দীর্ঘ ৭ ঘন্টা ইডির জেরা অভিষেক শ্যালিকা মেনকাকে

এনএফবি, কলকাতাঃ

সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স পৌঁছন মেনকা গম্ভীর। মূলত, কয়লাকাণ্ডের টাকা পাচারের সময় অভিষেকের শ্যালিকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে বলে দাবি ইডি-র। দীর্ঘ ৭ ঘন্টা ধরে ইডি-র জিজ্ঞাসাবাদের পর বেরোলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর । কয়লা পাচারকাণ্ডে ইডি-র তলব পেয়ে এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্স যান অভিষেকের শ্যালিকা।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এই জিজ্ঞাসাবাদ নিয়েই বিস্তর হয়রানির শিকার হতে হয়েছে তাকে । সময় বিভ্রাট নিয়ে তৈরি হয় বিতর্ক। কয়লাকাণ্ডেইডির তলবে গতকাল মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা।মেনকা গম্ভীরের আইনজীবী জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর ‘টুয়েলভ থার্টি AM’-এ তাঁর মক্কেল মেনকা গম্ভীরকে তলব করেছিল ইডি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই তাঁরা পৌঁছে যান সিজিও বিল্ডিংয়ে। কিন্তু সেখানে গিয়ে দেখেন, সিজিওয় ঢোকার মেন গেট তালাবন্ধ।কর্তব্যরত এক জওয়ানকে তাঁরা বলেন, আমাদের ডেকেছে, তাই এসেছি। তারপর জওয়ান দরজা খুলে দিতেই তাঁরা হেঁটে ভিতরে ঢোকেন। লিফটে করে পৌঁছে যান ইডির অফিসে। পাঁচ মিনিট অপেক্ষা করার পর নিচে নেমে আসেন। আর এখানেই প্রশ্ন তুলেছে তৃণমূল। কী করে একজন মহিলাকে রাত সাড়ে বারোটার সময় তলব করা হয় তাই নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল। তবে আজ ৭ ঘন্টা জেরার পর বের হয়ে মেনকা গম্ভীর কিছু বলতে চাননি সংবাদ মাধ্যমকে ৷