জুলাই 8, 2024
Latest:
বিনোদনলেটেস্ট

ভোটের আবহেই আবীর মিমির নতুন ‘আলাপ’

এনএফবি, বিনোদন ডেস্কঃ

‘রক্তবীজ’-এর পর ফের বড় পর্দায় আসতে চলেছে আবীর মিমি জুটি। প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় ‘আলাপ’ সিনেমায় দেখা যাবে সাম্প্রতিক কালে জনপ্রিয় এই জুটিকে। এই সিনেমায় অনান্য চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, তন্বী লাহা রায় প্রমুখদের। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমার মোশন পোস্টার এবং চরিত্রদের লুক। লোকসভা ভোটের আবহেই হলে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।জানা গেছে, তিনটি চরিত্রকে নিয়ে এগোবে গল্প। এরা হল পাবলো, অদিতি এবং সবাতীলেখা। পাবলোর চরিত্রে অভিনয় করবেন আবীর। মিমি অভিনীত চরিত্রের নাম অদিতি। স্বস্তিকা করবেন সবাতীলেখা চরিত্রে অভিনয়। তিনজনেই তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করে। সেই সূত্রেই একে অন্যের সঙ্গে দেখা হয়ে যায়। তারপর গল্প কোনদিকে মোড় নেবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে। ‘আলাপ’ রোমান্টিক কমেডি ঘরনার ছবি। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক জানান, ‘এই ছবিতে উঠে আসবে সম্পর্ক, তার কমিটমেন্ট, এসব প্রসঙ্গই। সঙ্গে থাকবে কমেডি। আগে ভালোবাসা অত সহজ ছিল না। আর একজন ভালো লাগা, ভালোবাসার মানুষ আবার আলাদা হয়। আজকাল সম্পর্ক যেমন দ্রুত গড়ে ওঠে তেমনই দ্রুত ভাঙে। সেসব নিয়েই আলাপ।’

অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানান, ‘এটি একটি আদ্যোপান্ত মিষ্টি প্রেমের ছবি। তবে পুরানো ধাঁচের। বারো তেরো বছর আগে চাকীদা (প্রেমেন্দু বিকাশ চাকী) আমাকে আর মিমিকে একটি স্ক্রিপ্ট শুনিয়েছিল কিন্তু তখন কাজটা হয়নি। অবশেষে একসঙ্গে কাজ করলাম আমরা। চাকীদার সঙ্গে কাজ করে দারুণ লাগল।’ অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, “আবীরদা আমার কাছে পরিবারের মতো। খুব সহজ একটা সম্পর্ক আছে আমাদের মধ্যে। যখন এই ইন্ডাস্ট্রিতে একদম নতুন, তখন আবীরদাকেই একমাত্র চিনতাম আমি। যে কোনও বিষয় নিয়ে আবীরদার সঙ্গে আলোচনা করা যায়।”

প্রসঙ্গত, এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী এবং শ্রেয়া ঘোষাল। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সুরিন্দস ফিল্মস প্রযোজিত এই সিনেমাটি আগামী ২৬ এপ্রিল হলে মুক্তি পাবে।